What is Amazon Seller Type?

– Seller Central (3rd Party Vendor) 

– Vendor Express seller/Wholesaler –  মিডিয়াম হোলসেলার  ।  অ্যামাজন এদের কাছ থেকে  প্রোডাক্ট কিনে অ্যামাজন নিজেই সেল করে  ।  কাস্টমারদের কাছে সরাসরি  এই ধরনের কোম্পানিগুলো সেল করেন না  । তারা সরাসরি অ্যামাজনের কাছে সেল করে

– Vendor Central Seller (Invitation only) –   এরা হলো বড় মাপের হোলসেলার  । এরাও সরাসরি অ্যামাজনের কাছে বিক্রি করে এবং অ্যামাজন সেটা নিজেদের ওয়্যারহাউজ রেখে কাস্টমারদের কাছে বিক্রি করে । 

যেহেতু ভেন্ডর সেন্ট্রাল সেলার শুধুমাত্র ইনভাইটেশন এর উপরে হয়ে থাকে এবং সবার সুযোগ থাকেনা তাই এর মাঝামাঝি একটা অপশন রেখেছে ভেন্ডর এক্সপ্রেস সেলার হিসেবে

যখন আমরা দেখব  যে ships from and sold by Amazon.com তখন আমরা বুঝতে পারবো যে এটা হয় ভেন্ডর এক্সপ্রেস সেলার অথবা উইন্ডোজ সেন্ট্রাল সেলার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *