Product research and Niche selection

Amazon FBA তে প্রডাক্ট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে অ্যামাজন এফবিতে যদি আপনি প্রোডাক্ট রিসার্চ ঠিকমত না করেন তাহলে হয় আপনার অনেক বেশি লাভ হবে অথবা অনেক বেশী ক্ষতি হবে। তাই প্রডাক্ট রিসার্চ এর পেছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। নিজের পছন্দ-অপছন্দ এক্ষেত্রে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করতে হবে। আপনার Research এ যে রেজাল্ট আসবে সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। 

অনেকেই আপনারা হয়তো বাংলাদেশী প্রোডাক্ট যেমন হচ্ছে জামদানি শাড়ি অথবা দেশীয় হ্যান্ডিক্রাফটস বা থ্রি পিস টি-শার্ট এগুলো আপনারা আমাজনে সেল করতে চান। কিন্তু একটা জিনিস একটু মনে রাখবেন যে এমন কোন প্রোডাক্ট সিলেক্ট করবেন না যেমন যেটা শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের জন্যই। এমন কোন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা সার্বজনীন সব দেশের সব মানুষের কাজে লাগে বা নিত্য প্রয়োজনীয় জিনিস।

আপনার  ভবিষ্যৎ প্রোডাক্টের আইডিয়া পেতে যত বেশি সম্ভব মার্কেটপ্লেস গুলো ভিজিট করতে হবে যেমন অ্যামাজন, আলিবাবা,  আলীএক্সপ্রেস, ইবে, ফ্লিপকার্ট, ওয়ালমার্ট, ব্র্যান্ডেড ওয়েবসাইট  ইত্যাদি ।

Some important Criteria for Product Research

  1. Find a winning product but there is no perfect product
  2. Find a product that has high search volume and low competition
  3. See various product categories and products at amazon and in other sources (Like Alibaba and ebay, flipkart etc) as much as possible 
  4. Go to amazon.com.au and select your delivery address as any Australian address before researching products
  5. Don’t panic and puzzled 
  6. Don’t prefer/like/love any product, rather depend on data
  7. Don’t take emotional decision to select product
  8. Find at least 4/5 product while researching (Shortlisting)
  9. Take enough time for product researching but not too long 
  10. Don’t take any break during product researching
  11. Don’t trust 100% any automated tool rather recheck manually
  12. Follow the research steps guideline

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *