Now or Never

ইংরেজিতে একটি প্রবাদ আছে নাউ অর নেভার (Now or Never), এর মানে হচ্ছে যে আপনি যদি সফল হতে চান তাহলে এখনই আপনাকে কাজটি করতে হবে অথবা কাজে নেমে পড়তে হবে, পরবর্তীতে আপনি সময় ম্যানেজ করে করবেন এই আশা করাটা একটা বৃথা চেষ্টা মাত্র।  এবং সেই সময় আর কখনো আসে না। পরেরবার সুযোগ পেলে কী করবেন –  দারুণ কিছু? আসলে এরকম যারা ভাবে তারা জীবনে কখনোই সফল হতে পারেনা। এতদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রায়ই দেখে থাকি, আমাদের যুব সমাজ পড়াশোনা শেষ করে কি করবে সেটা ভাবতে ভাবতেই জীবনের অনেকগুলো বছর নষ্ট করে ফেলে। আবার অনেকেই শুধু চাকরির পেছনে দৌড়াতে থাকে। কিন্তু খুব কম লোকই আছে যারা নিজেদেরকে ইন্টারপেনর হিসেবে ভেবে থাকে বা চেষ্টা করে। একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত যে আমরা  কিন্তু সবসময় দ্বিতীয় সুযোগ পাই না। অনেক সময়, আমাদের এখন যা করা দরকার  সেটা যদি সাহস নিয়ে, বুদ্ধি দিয়ে আমরা করতে পারি তাহলে সেটাই ভাগ্যকে পরিবর্তন করে দেয়। একটা কথা মনে রাখবেন আমাদের জীবনে কিন্তু কোন বিরতি বা রিওয়াইন্ড নেই; এটা ক্রমাগত  চলতেই থাকে। যে সময় যায় সেটা আর ফিরে পাওয়া যায় না । সেজন্য আমাদের কোনো ভালো সুযোগ নষ্ট করা উচিত নয়। আমাদের উচিত প্রতিটা মুহূর্ত কে কাজে লাগানো এবং সেরা কাজটি করা তাহলে সাফল্য আসবেই। তাই আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি সফল হতে চান এবং পরিশ্রম করতে চান তাহলে এখনই আপনাকে কাজে নেমে পড়তে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কেউ যদি প্যাসিভ ইনকাম এর উপায় খুঁজতে থাকেন তাহলে অ্যামাজন এফবিএ  যে কারো জন্য একটি সেরা অপশন।  ক্রমাগত যদি চেষ্টা করে যান আপনিও হয়তো একদিন অ্যামাজন এমবিএ দিয়েই মিলিওনেয়ার হতে পারবেন। এখানে আপনি ব্যর্থ হওয়ার একমাত্র উপায় যদি আপনি হাল ছেড়ে দেন। আপনি যদি একবার ব্যর্থ হন, আপনি সাফল্যের কাছাকাছি এক ধাপ এগিয়ে আসবেন। আপনি কখনোই ভয় পাবেন না, নিরাশ হবেন না, পিছু হটবেন না, বা হাল ছাড়বেন না। নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন, আপনার ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখবেন, সাফল্য অবশ্যই আসবে এটা আমি বলতে পারি আমার নিজের সাফল্য এবং অভিজ্ঞতা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *