অ্যামাজন FBM হচ্ছে অ্যামাজনের ওয়্যারহাউজ ব্যবহার না করে আপনার নিজের ওয়্যারহাউজ বা বাসা প্রোডাক্ট রাখার জন্য ব্যবহার করতে পারবেন। আপনি নিজেই যদি ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন তাহলে নিজের প্রোডাক্ট আপনি নিজের স্টোরে রেখে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন । যেসব ব্যক্তি ইউকে অথবা আমেরিকা অথবা কানাডা, অথবা অস্ট্রেলিয়াতে থাকেন তারা এই কাজটি করতে পারবেন । আপনি ম্যানুফ্যাকচারার না হলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি আলিবাবা বা অন্য কোনো সোর্স থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করে সেটি আবার পুনরায় অ্যামাজনে বিক্রি করবেন। সে ক্ষেত্রে আপনার দায়িত্ব অ্যামাজনে আপনার প্রডাক্ট লিস্টিং করা, বারকোড লাগানো, কাস্টমারের কাছ থেকে অর্ডার আসলে প্যাকেজিং করা এবং শিপমেন্ট বা কুরিয়ার করা । এক্ষেত্রে আপনি কুরিয়ার কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে বাল্ক কুরিয়ার করার সুযোগ পাবেন । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চুক্তির মাধ্যমে কুরিয়ার কোম্পানি আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে এবং তারা বাকি ডেলিভারির কাজ প্রসেস করবে। কাস্টমারের যদি মাল পছন্দ না হয় তাহলে সে ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করবে, কুরিয়ার কোম্পানির সাথে করবে না । কাস্টমারের সাথে যোগাযোগ অথবা কাস্টমার সার্ভিসের কাজটি আপনাকেই করতে হবে এবং আপনি তখন মাল পরিবর্তন করে দিবেন অথবা রিফান্ড করে দিবেন অ্যামাজন এর মাধ্যমে। যারা বাংলাদেশে থাকি তাদের পক্ষে ফুলফিল বাই মার্চেন্ট (FBM) করা আপাতত সম্ভব না । তবে আমি যতটুকু জানি অ্যামাজন অলরেডি বাংলাদেশের প্রশাসনের সাথে যোগাযোগ করেছে দু-তিন বছর আগে। বাংলাদেশে আসার জন্য তারা তাদের কাগজপত্র জমা দিয়েছে । এবং করোনার কারণে এটা দেরি হয়ে গেল । তবে আশাকরি 2/1 বছরের মধ্যেই হয়তো তারা বাংলাদেশের চলে আসবে । আর যদি চলে আসে তাহলে আপনারা যারা কোর্স করছেন তারা অবশ্যই অন্যদের থেকে কয়েক মাস অথবা কয়েক বছর এগিয়ে থাকবেন। আর তখন আপনাদের FBA করতে হবেনা । তখন আপনারা FBM করতে পারবেন। আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেই বাংলাদেশী প্রোডাক্ট যেমন হস্তশিল্প, পাঞ্জাবি, জামদানি শাড়ি, খেলনা, ফার্নিচার এগুলো বিক্রি করতে চান তারা অবশ্যই তখন বিক্রি করতে পারবেন । নিজের বাসায় বসেই বিক্রি করতে পারবেন। তখন অ্যামাজনের বাংলাদেশী ওয়েবসাইটের নাম হবে amazon.com.bd
Amazon FBM সেলারের দায়িত্ব সমূহ
প্রডাক্ট সোর্স করা
নিজের ওয়ারহাউজ ব্যবহার করা
প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে প্রডাক্ট রেডি করা
প্রোডাক্ট কাস্টমারকে কুরিয়ার করা
কাস্টমার সার্ভিস
প্রোডাক্ট রিফান্ড করা
FBM বাংলাদেশ থেকে সম্ভব না