শিগগিরই বাংলাদেশে আসতে পারে অ্যামাজন

একটা ব্যাপার শেয়ার করি। আমার জানামতে বেশ কয়েক বছর আগেই অ্যামাজন বাংলাদেশে ব্যবসা করার জন্য নিবন্ধন করেছে;  এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) পেয়েছে।  এর মানে হচ্ছে অ্যামাজন হয়তো খুব দ্রুতই বাংলাদেশে তাদের বিজনেস শুরু করতে যাচ্ছে এটা হয়তো আরো আগেই হতে পারত কিন্তু করোনার কারণে কিছু ব্যাপার পিছিয়ে যায় । এখন কথা হল আপনি যদি অ্যামাজন এফবিএ নিয়ে এখনই কাজ করা শুরু করেন তাহলে অ্যামাজন যখন বাংলাদেশের আসবে তখন কিন্তু আপনি সাথে সাথেই বাংলাদেশি মার্কেটে কাজ শুরু করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনি তখন FBM (Fulfillment by marchant) করতে পারবেন। তখন আপনার FBA করার দরকার হবে না । আপনি বাসায় বসেই আপনার নিজের প্রোডাক্ট আপনি  সেল করতে পারবেন । কিন্তু যারা একদমই নতুন থাকবে  তাদের সবকিছু রেডি করতে বেশ কয়েক মাস অথবা বছর সময় লেগে যাবে।  তাই এত টুকু বলতে পারি আপনি যদি অ্যামাজনে এফবিএ  সেক্টরে  এখনই নিজেকে প্রস্তুত রাখেন তাহলে অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবেন  নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *