কিভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে বাকি মার্কেটপ্লেস গুলোতে বিজনেস করবেন?

আপনি অস্ট্রেলিয়ান মার্কেটে একাউন্ট খুলে 20 টি মার্কেটপ্লেসে অ্যামাজন এর প্রোডাক্ট বিক্রি করতে  পারবেন । প্রত্যেকবার  আইডি ভেরিফিকেশন ডকুমেন্ট এবং একাউন্ট ভেরিফিকেশন করার দরকার নেই । এবং তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ান মার্কেটে একাউন্ট খোলার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হয় না । সেই তুলোনায় আমেরিকান বা ইউকে তে একাউন্ট খোলার ক্ষেত্রে TAX রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট  চাইতে পারে।   আপনাদের শুধু যেটা করতে হবে,  আপনারা যদি অস্ট্রেলিয়া তে একাউন্ট  খোলেন তখন সেই অ্যাকাউন্ট থেকে অ্যামাজনের অন্য মার্কেটপ্লেসের একাউন্ট একটিভ করতে  পারবেন । সাধারণত এগুলো ডিএক্টিভ থাকে যখন  আপনারা অ্যাক্টিভ  বাটনে ক্লিক  করবেন তখন  40 ইউএসডি এর মত চার্জ করবে some মার্কেট প্লেসের জন্য । আলাদা আলাদাভাবে সে ক্ষেত্রে একসাথে দুটি বা তিনটি মার্কেটপ্লেস অ্যাক্টিভ  করবেন না যতদিন না পর্যন্ত  আপনি প্রফেশনাল সেলার হবেন। মজার ব্যাপার হলো কেউ যদি amazon.com বা আমেরিকান মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে তাহলে তারা শুরুতে দুইটা বা তিনটা মার্কেটপ্লেসের এক্সেস দেয়। কিন্তু কেউ যদি amazon.com.au তে একাউন্ট খুলে তাহলে সে সরাসরি 13 টা মার্কেটপ্লেসের এক্সেস পেয়ে যায় শুরুতেই । কিন্তু আমেরিকাতে খুললেও আস্তে আস্তে সব মার্কেটপ্লেসের অ্যাক্সেস পেয়ে যাবেন, কোন সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *