কিভাবে আপনি পেওনার একাউন্ট খুলবেন ও অ্যামাজনের ডিপোজিট মেথডে অ্যাড করবেন?

পেওনার একাউন্ট খোলার পূর্বে  যা জানা প্রয়োজন –

পেওনার এখন বিকাশের সাথে ইন্ট্রিগেটেড আপনারা চাইলে বিকাশ দিয়ে টাকা উঠাতে পারবেন

আপনার যদি অলরেডি পেওনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার নতুন করে খোলার কোন দরকার নেই

অ্যাকাউন্ট ওপেনিং এর সময় Online seller or drop shipper সিলেক্ট করতে হবে 

Freelancer, service provider or SMB  সিলেট করা যাবে না কারণ এটা করলে 100 ডলার রিচার্জ না করলে একাউন্ট  এক্টিভেট করবে না 

As an individual Account খুলতে হবে (As a Company খোলা যাবে না, কারো কোম্পানি থাকলেও এটা সিলেক্ট করা যাবে না)

ন্যাশনাল আইডি কার্ডের অথবা পাসপোর্ট এর এড্রেস টা এড্রেস টা হুবহু দিতে হবে  যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন 

ব্যাঙ্ক ইনফর্মেশন এ আপনি নিজে বাংলাদেশি যে ব্যাংক থেকে টাকা উঠাতে চান সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে 

যারা অলরেডি যেকোনোভাবেই হোক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তাদের কোন কিছুই চেঞ্জ করতে হবে না তাদের বর্তমান যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই টাকা আনতে পারবেন 

24 ঘন্টার মধ্যে পেওনার আপনার ডকুমেন্টস ভেরিফাই করে একাউন্ট একটিভ করে দেবে 

যারা অস্ট্রেলিয়ান মার্কেটে বিজনেস করবেন তাদের পেওনারে অস্ট্রেলিয়ান কারেন্সি (AUD) অ্যাড করতে হবে নরমালি এটা করা থাকে না 

AUD কারেন্সি এড করার জন্য আমাদের  পেওনার সাপোর্ট সেন্টারে টিকিট  ক্রিয়েট করতে হবে এবং একই সাথে Instagram এবং ফেসবুক  পেওনার পেজের মেসেঞ্জার  এ আমাদেরকে  মেসেজ দিয়ে রাখতে হবে অথবা ইমেইল করতে হবে।  এতগুলো জায়গায় যোগাযোগের কারণ হলো কোনটা যদি  পেওনার মিস করে আরেকটা যেন পায়। আশা করা যায় 4/5 দিনের মধ্যেই AUD currency অ্যাড করে দেবে 

যারা আমেরিকান মার্কেটে বিজনেস করবেন তাদের  কোন কারেন্সি এড করার দরকার নেই। কারণ USD  বাই ডিফল্ট থাকে 

ইনস্টাগ্রাম বা ফেইসবুক মেসেঞ্জার এ মেসেজ দিলে দ্রুত কাজ করে 

AUD অ্যাড করে দেওয়ার পর  পেওনার থেকে আমাদের অস্ট্রেলিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং BSB নাম্বার নিয়ে অ্যামাজনে ডিপোজিট মেথডে অ্যাড করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *