একজন নতুন বিক্রেতা হিসেবে, অ্যামাজনে বিক্রি শুরু করার জন্য কোন মার্কেট প্লেস সবচেয়ে ভালো?

অ্যামাজনের এখনো পর্যন্ত 20 টি মার্কেটপ্লেস আছে এশিয়া, নর্থ আমেরিকা এবং ইউরোপ মিলে । অ্যামাজনের সবচাইতে বড় মার্কেটপ্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা এরপরে কানাডা, ইউকে ইত্যাদি । আমেরিকা সবচাইতে বড় মার্কেটপ্লেস হওয়ার কারণে এখানে কম্পেটিশন টা অনেক বেশি । আমি অস্ট্রেলিয়ান মার্কেট নিয়ে শেখাবো কারণ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান মার্কেট টা নতুন এবং কম্পিটিশন এখনো পর্যন্ত কম আছে । আমেরিকার মারকেটপ্লেস বর্তমানে হাইলি কম্পেটিটিভ হয়ে গিয়েছে এবং সেখানে  বিজনেস করাটা বেশ কঠিন সেই তুলনায় অস্ট্রেলিয়াতে প্রচুর  সুযোগ আছে। আপনারা যারা এসব দেশে বসবাস করেন  এবং সেখানেই বিজনেস করতে চান যেমন আমেরিকা, কানাডা, UK তারাও এই কোর্স ফলো করে FBA বিজনেস করতে পারবেন। অ্যামাজনের ক্ষেত্রে বিজনেস সিস্টেম সব একি-ই রকম। হয়তো ভ্যাট, বা ট্যাক্স রিটার্ন টাইপ কিছু নিয়ম কানুন ডিফারেন্ট হতে পারে কান্ট্রি ভেদে, সেটি খুব বেশী বড় চ্যালেঞ্জ হবে না। 

আগেই বলেছি অ্যামাজনের সাথে FBA বিজনেস হচ্ছে একটি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বিজনেস এর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যেখানে অন্যরা আপনার হয়ে বিজনেস রান করবে আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি শুধু সুপারভাইজার করলেই চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *